হানিফ পরিবহনের চালক আবদুর রহিম গ্রেফতার

রাজশাহীর কাটাখালীর ভয়াবহ দুর্ঘটনা মামলার একমাত্র আসামি হানিফ পরিবহনের চালক আবদুর রহিমকে (৩৫) গ্রেফতার করেছে কাটাখালী থানার পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
শনিবার (২৭ মার্চ) বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস এলাকা থেকে বেলা দুইটায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কাটাখালী থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানিয়েছেন, গ্রেফতারের পর চালককে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৬ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে ছয়জন মারা যান। পরে আগুনে পোড়া মাইক্রোবাস থেকে নারী ও শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন মারা গেছেন। তারা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া পাভেল (১৯) নামে এক মাইক্রোবাস আরোহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। দুর্ঘটনায় বাসের হেলপারসহ তিন যাত্রী আহত হয়েছেন। তারাও রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এ নিয়ে শুক্রবার রাতেই কাটাখালী থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় একমাত্র আসামি করা হয়েছে হানিফ পরিবহনের চালককে। তার নাম-পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবেই মামলার আসামি করা হয়েছে তাকে। ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।
ফেরদৌস সিদ্দিকী/এনএ