সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ফুলজোর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর।
তিনি বলেন, সিরাজগঞ্জের একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
তবে নলকা মোড় এলাকার চা দোকানি ফরহাদ আলী মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলেই এক নারী ও সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। অটোরিকশা চালকের মরদেহ তার পরিবারের লোকজন নিয়ে গিয়েছেন বলে ঢাকা পোস্টে কাছে দাবি করেন তিনি।
শুভ কুমার ঘোষ/ওএফ