নাটোরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবলু সাকিদার (৭২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু সাকিদার ওই এলাকার মৃত দুদু সাকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, নওপাড়া এলাকার কেফাত উল্লার ছেলে আনোয়ার ও আয়নালের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বাবলু সাকিদারের। তারই জের ধরে তাকে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তাপস কুমার/এএম