রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা অবস্থায় আশিক এলাহি (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে সেটি জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য বের করতে পুলিশ কাজ করছে।
এদিকে, একের পর এক হত্যাকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে রয়েছেন।
সাইদুল ফরহাদ/এমজেইউ