ভোগান্তি নেই পাটুরিয়ায়, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো যাত্রী

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ২১ জেলার মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পার হয়ে গ্রামের বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সকাল থেকেই এই নৌরুটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ফেরিতে করে পার হচ্ছে যানবাহন ও যাত্রী। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ঘাট এলাকায় আগত যাত্রীদের কিছুটা সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপর ১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা নদী বন্দরের উপ-পরিচালক এসএম সাজ্জাদুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮ টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৫ টি লঞ্চ চলাচল করছে। এছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটে ৪৪ টি স্পিডবোট চলাচল করছে। ফলে আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রীরা ভোগান্তি ছাড়া পার হতে পারছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টি বড় ফেরি, ৬টি ইউটিলিটি ফেরি ও ৩টি ছোট ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও পর্যাপ্ত ফেরি চলাচল করায় ঈদযাত্রায় এ নৌরুটে কোনো ভোগান্তি নেই।
সোহেল হোসেন/আরকে