জামায়াত-শিবিরের ২০০ নেতাকর্মীর নামে মামলা

হেফাজতে ইসলামের ডাকা হরতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় সিলেটে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ মার্চ) রাতে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, গত শনিবার ও রোববার সিলেটের নয়াসড়কে ও কোর্টপয়েন্ট এলাকায় সংঘর্ষের ঘটনার কারণে জামায়াত-শিবিরের ১৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন শ্রমিক থাকায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশের দায়ের করা ওই মামলায় বাকি ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও দেড়শ থেকে দুইশ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, রোববার রাতে পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে থানায় মামলা করে। গত দুদিনে আটক ১৯ জনের মধ্যে ৩ জন শ্রমিক থাকায় তাদের পুলিশ ছেড়ে দিয়েছে।
এর আগে রোববার পুলিশ জানায়, সকাল ১১টার পর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সিলেটের কোর্টপয়েন্ট থেকে আন্দোলন থেকে সরে যান। সেই সুযোগকে কাজে লাগিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেখানে তাণ্ডব চালায়। ওই সময় ছাত্রলীগ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় শিবিরের ২ কর্মীকে আটক করা হয়।
তুহিন আহমদ/এমএসআর