অতিরিক্ত ভাড়া নিয়ে জরিমানা গুনলেন ১০ হাজার

ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের টিকিট ৩০০ টাকা বেশি দামে বিক্রি করায় নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী লাল-সবুজ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই অভিযোগে ঢাকাগামী জোনাকি ও ইকোনো পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গণপরিবহণে মানুষের যাতায়াতকে পুঁজি করে নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো টিকিটের অতিরিক্ত দাম নিচ্ছে এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা প্রদান করেন। পরে আজ সোমবার (৩ জুলাই) বিকেলে চৌমুহনী বাস টার্মিনালে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।

ইউএনও মো. ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেন, অভিযানে প্রতিটি পরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানের খবরে অনেকগুলো বাস কাউন্টারের লোকজন পালিয়ে যায়। বিআরটিএ হিসেবে নোয়াখালী থেকে ঢাকার ভাড়া থেকেও লাল-সবুজ পরিবহন ৩০০ টাকা বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ইকোনো এবং জোনাকি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। সাধারণ মানুষের কাছ থেকে আর যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেই বিষয়ে পরিবহন মালিকদের সতর্ক করা হচ্ছে।
হাসিব আল আমিন/এমজেইউ