ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কের চরভাবলা হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়কের গাড়িগুলা আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করে। পুলিশ যানজট নিরসন ও গাড়ি চলাচল স্বাভাবিক করতে কাজ করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জোকারচর এলাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে চাপ বেড়েছিল। বর্তমানে মহাসড়কে তেমন চাপ নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
অভিজিৎ ঘোষ/এএএ