রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুপুরে মিলল নৈশপ্রহরীর মরদেহ

যশোরে বাওড়ের পাড় থেকে আব্দুর রহিম লস্কার (৫০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বাওড় পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম লস্কার পার্শ্ববর্তী ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম কয়েতখালী বিলে নৈশপ্রহরীর কাজ করতেন। সম্প্রতি বিলটি অন্যের দখলে যাওয়ায় তিনি চাকরিচ্যুত হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি প্রতিবেশী ইসরাইল ও বাবু খাকে সঙ্গে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান। এ সময় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। বাকি দুইজন নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ হন। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি।
পরে শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বাওড় পাড়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, কয়েতখালী বিল নিয়ে বিরোধ চলছিল। রহিম একপক্ষের সাথে ছিল। অপরপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া কয়েতখালীর সাইফুল মেম্বার, রাসেল, আনোয়ারসহ তাদের সন্ত্রাসী বাহিনী এ হত্যার সাথে জড়িত বলে দাবি করেন তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ্যান্টনি দাস অপু/এএএ