গেটম্যানের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

নীলফামারীর ডোমারে গেটম্যান সুজন রায়ের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ডোমার-নীলফামারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
গেটম্যান সুজন রায় বলেন, সকাল ৭টার দিকে ভারতগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটি দ্বিতীয় লাইন দিয়ে ডোমার স্টেশন ত্যাগ করে। সে সময় পয়েন্টসম্যান মাসুম দ্বিতীয় লাইন ক্লিয়ার করেন। ট্রেন স্টেশন ত্যাগ করার পর তিনি আর প্রথম লাইন ক্লিয়ার করেননি। সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্রথম লাইনে ডোমার স্টেশনে আসে। এ সময় ট্রেন ছাড়ার হুইসেল বাজালে আমি লাল পতাকা তুলে ধরে ট্রেন আসতে নিষেধ করি। এ সময় স্টেশন থেকে পয়েন্টসম্যান গিয়ে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন ক্লিয়ার করেন। পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, গেটম্যান যদি লক্ষ্য না করতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। পয়েন্টসম্যান হিসেবে মাহমুদা বেগম নামে একজন দায়িত্বে থাকলেও তার পরিবর্তে মাসুম নামে এক ছেলে সেই দায়িত্ব পালন করে থাকেন। তার অদক্ষতার কারণেই আজ ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল।
তবে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, পয়েন্টসম্যান মাহমুদার আজ ডিউটি নেই। লাইন ক্লিয়ার করার পরেই আমরা ট্রেন ছাড়ছি। গেটম্যান কেন লাল পতাকা তুলেছেন বলতে পারব না।
শরিফুল ইসলাম/এএএ