বাসচাপায় স্বামী বেঁচে গেলেও প্রাণ গেল স্ত্রীর

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোনিয়া (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল আলীম আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরা থানা এলাকার বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিল ওই দম্পতি। এসময় পেছন থেকে বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-৫৮৯৩) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে তারা দু'জনই ছিটকে পড়ে যায়। এসময় সোনিয়া রাস্তার ওপর পড়লে বাসের চাকা মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গৃহবধূর স্বামী আব্দুল আলীম আহত হন। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খুলনার লবনচরা থানা পুলিশের ইন্সপেক্টর (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলেই সোনিয়া নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। তার স্বামী আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ রয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে।
মোহাম্মদ মিলন/এমজে