আতশবাজির আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

শবে বরাতের রাতে সিলেটে আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ মার্চ) রাতে নগরের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কায়েস্থরাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার চারটি টিনশেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন। শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। এ সময় হঠাৎ করে ওই বাসায় আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ওই বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
দক্ষিণ সুরমা থানা পুলিশের সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, শবে বরাতের রাতে শিশু-কিশোররা ফুলঝুরি ও আতশবাজি নিয়ে খেলা করে। সম্ভবত এ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরএআর