নতুন আঙ্গিকে যাত্রা শুরু ফেনী প্রেসক্লাবের

দীর্ঘদিন পর নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো ফেনী প্রেসক্লাস। পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর অর্থায়নে প্রেসক্লাবকে নতুন করে সাজানো হয়। সংস্কার করার ফলে আলোর মুখ দেখেছে প্রেসক্লাব।
সোমবার (১০ জুলাই) বিকেলে ফেনী প্রেসক্লাবে সংস্কার পরবর্তী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, দীর্ঘ ৬ বছর পর প্রেসক্লাবে পা রাখতে পেরে খুবই ভালো লাগছে। দীর্ঘদিন প্রেসক্লাব বন্ধ ছিল। যা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার জন্য লজ্জার। আমিও আপনাদের পরিবারের সদস্য। বিভিন্ন সময়ে সবাইকে ডেকে এ বিষয় সমাধানের জন্য আলোচনা করেছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ২০২৪ সালে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের সকল নির্বাচনও সুষ্ঠু হয়েছে। বিএনপিও জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে এটা নিশ্চিত। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমি চিনি। দীর্ঘ ৫ বছর পরপর এমন সুযোগ আসে। যা তারেক রহমান কখনও হাতছাড়া করবেন না।
এ সময় তিনি তার পক্ষ থেকে প্রেসক্লাবের জন্য ২টি এসি এবং ফার্নিচার দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, গণমাধ্যম আমাদের পাশে থাকলে কাজে সাহস ও অনুপ্রেরণা দেয়। ফেনীকে শান্তিপূর্ণ রাখতে হলে নিজাম হাজারীর বিকল্প নেই। অতীতে সাংবাদিকদের উপর অনেক নির্যাতনের ইতিহাস আছে। কিন্তু বর্তমান সংসদ সদস্যের সময়েই সবাই শান্তিপূর্ণভাবে কাজ করতে পারছেন।
ফেনীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার মুন্না, ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, সময় টেলিভিশনের সহকারী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এস এ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল, স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন, ফেনী সমাচার সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ ও দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদ আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ক্লাবটিকে সিলগালা করে দেয় প্রশাসন। ক্লাবের দুই পক্ষের মধ্যে বিবাদের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছিল। এরপর অবস্থার উন্নতি হলে ক্লাবটি খুলে দেওয়া হয়। সর্বশেষ ২০১৬ সালের ৩ মে আবার সিলগালা করে। যা ২০২১ সালের ৬ ডিসেম্বর দীর্ঘ ছয় বছর পর ফেনী প্রেসক্লাবের তালা খুলে। এখন নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকরা।
তারেক চৌধুরী/এএএ