গাজীপুরে ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত

গাজীপুরে গত ১০ দিনে ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু রোগী হাপসাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১০ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে বেশরিভাগের বসবাস টঙ্গী এলাকায়। তবে গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ডেঙ্গু প্রতিরোধে জেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, কাউন্সিলিং সভা করা হয়েছে। গত রবিবার স্বাস্থ্য সচিবের নেতৃত্বে সচেতনতামূলক জুম মিটিং হয়েছে। ডেঙ্গুতে আক্রান্তদের জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত বেড, ডেঙ্গু কর্ণার স্থাপন ও পর্যাপ্ত ওষুধপত্র রাখা হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন প্রস্তুতি নিচ্ছে। এ জন্য ৭৫ ড্রাম ঔষধ, ২৫ হাজার পিস ট্রাবলেটসহ অন্যান্য উপকরণ প্রস্তুত রয়েছে। যা আগামী ২-৩ দিনের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে। পরে তা ফগার মেশিন দিয়ে ওয়ার্ডগুলোর বিভিন্ন স্থানে ছিটানো হবে।
শিহাব খান/এএএ