লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন করায় জরিমানা

নোয়াখালীর কবিরহাটে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে রাফী (৪০) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ধানশালিক ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
দণ্ডিত রাফি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে রাজিয়া অ্যাগ্রো লিজ নিয়ে যমুনা ফিডস নামক লাইসেন্সবিহীন দোকান ও ফিডস কারখানার নামে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করে আসছিলেন।
কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ আইনগত দণ্ডনীয় অপরাধ। এসব খাদ্য তিনি তার খামারের ব্রয়লার মুরগিকে খাওয়াচ্ছেন। এসব মুরগি মানুষ কিনে খাচ্ছে। এতে করে মানুষ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এমজেইউ