ভান্ডারিয়া পৌর নির্বাচন, জেপির মেয়র প্রার্থীকে ইসির তলব

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সাইকেল মার্কার মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে কৈফিয়ত তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে উপস্থিত থাকতে বলা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ার পরও কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়েও নির্বাচন কমিশন সচিবালয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে বাই সাইকেল মার্কার পৌর মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে।
এর আগে প্রথম দফায় ৮ জুলাই মাহিবুল হোসেনকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেন। নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে উপসচিব মো. আতিয়ার রহমান ১২ জুলাই স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচনি কার্যক্রম চলমান থাকায় আচরণবিধি অনুযায়ী যান্ত্রিক যানবাহন ও মোটরসাইকেল শোডাউনের কোনো সুযোগ নেই। তারপরও আপনার (মেয়র প্রার্থী মাহিম) জেপির কর্মী সমর্থকরা ভান্ডারিয়া পৌর এলাকায় বাইসাইকেল প্রার্থীর পক্ষে ৮ জুলাই জেপি চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে মোটর শোভাযাত্রা করেন। ৯ জুলাই মঞ্জুর মেয়ের জামাতা ফরিদপুর ৪ আসনের সংসদ-সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী গাড়ি নিয়ে বাইসাইকেলের পক্ষে মোটর শোভাযাত্রা করেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অভিযুক্ত মাহিবুল হোসেন মাহিম জাতীয় পার্টির মনোনীত বাইসাইকেল মার্কার মেয়রপ্রার্থী। তিনি জেপি চেয়ারম্যান ও ভান্ডারিয়ার স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই।
এছাড়া এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার তদন্ত করে রোববার (১০ জুলাই) প্রতিবেদন দিয়েছেন। ওই তদন্ত প্রতিবেদনে শোডাউনের সত্যতা প্রমাণিত হয়েছে।
গত ৮ ও ৯ জুলাই ২ সংসদ সদস্যের মোটর শোভাযাত্রার ঘটনায় সংবাদ সম্মেলন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী ফাইজুর রশিজ খসরু জমাদ্দার। এর পরিপ্রেক্ষিতে সেদিন জেপির প্রার্থীকে চিঠি দেয় পিরোজপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়। তারই ধারাবাহিকতা মাহিম হোসেনকে ঢাকায় তলব করা হলো। এ মাসের ১৭ তারিখ ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।
আবীর হাসান/আরকে