‘ফুটবলার-ব্যারিস্টারকে মাঠে নামানোর মতো ডিসি দেখি নাই’

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, লোকজন আমাদের বলে আমরা নাকি পারব না। আমাদের দিয়ে নাকি হবে না। যারা বলে পারব না, আমরা ফুটবলে পারি না, তাদেরকে বলি- আমাদের বাজপাখি জিকোকে দেখে যান।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর জেলা ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। ৮০ মিনিটের এ খেলায় কোনো দল গোল করতে পারেনি। পরে দুই দলের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ট্রফি তুলে দেওয়া হয়।
ব্যারিস্টার সুমন বলেন, আজকে আমার নামে কোনো স্লোগান হবে না। স্লোগান হবে তিনজন মানুষের নামে- মোরসালিন, জিকো ও ফরিদপুরের ডিসি। আমার জীবনে আমি ফুটবলারকে মাঠে নামতে দেখছি, ব্যারিস্টারকে মাঠে নামতে দেখছি। কিন্তু ফুটবলার ও ব্যারিস্টারকে মাঠে নামানোর মতো ডিসি এই পর্যন্ত দেখি নাই। জীবনে যদি আমি সুযোগ পাই, আমাকে যদি কেউ সুযোগ দেয়- আপনি বাংলাদেশের গোলকিপার জিকোর বাড়ি যাবেন নাকি আর্জেন্টিনার মার্টিনেজের বাড়িতে যাবেন? আমি আমার দেশের বাজপাখি জিকোর বাড়ি চট্টগ্রামেই যাব।

ফরিদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, আজকে খেলায় কোনো দলই গোল দিতে পারে নাই। আমি আমার একাডেমির সবচেয়ে ভালো টিম নিয়ে এসেও আপনাদের হারাইতে পারি নাই। আমি গোল দেওয়ার মতো একটা বল পাইছিলামও, কিন্তু গোল করতে পারি নাই। আমাদের একাডেমির ইতিহাস বলে- আমরা সারাদেশে ১৪০টা ম্যাচ খেলেছি। যে জায়গায় যাই সেই জায়গার মানুষ যদি ভালোবাসা দিয়ে ভাসিয়ে দেন তাদেরকে আর হারানো যায় না। ডিসি সাহেব আমাদের সেই ভালোবাসা দিয়েছেন।
ব্যারিস্টার সুমন বলেন, ফরিদপুরের ডিসি-এসপির ব্যাপারে আমাদের ধারণা ছিল- মনে হয় আমাদের আদর করতেও পারে, নাও পারে। কিন্তু আমাদের সেই ধারণা তারা ভুল প্রমাণ করেছেন ভালোবাসা দিয়ে।
ফরিদপুরের তরুণ-যুবকদের উদ্দেশে তিনি বলেন, মোরসালিন দেশসেরা খেলোয়াডের পাশাপাশি দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশের কৃতী সন্তান। ও তোমাদের এলাকার ভাই, ও যদি পারে তোমরাও পারবে আল্লাহর ওয়াস্তে লেখাপড়াটা মন দিয়ে করো।

খেলা শেষে মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে দারুণ গোলে সবার নজর কাড়া তরুণ ফরিদপুরের চরভদ্রাসনের সন্তান শেখ মোরসালিন ও বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। তারা দুজনই সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী প্রমুখ।
জহির হোসেন/আরএআর