তুলে নেওয়ার পাঁচ দিনেও হদিস মিলছে না যুবকের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজারকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। এর পর পাঁচদিন পার হলেও তার কোনো হদিস মিলছে না। এ ঘটনায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীও দায় স্বীকার করছে না।
বরিশাল জেলার উজিরপুর থানার হস্তিশুন্ড গ্রামে সোমবার (১০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম সাইফুল ইসলাম মোল্লা বাবু (৩৫)। তিনি কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের চট্টগ্রাম এরিয়া ম্যানেজার।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বলেন, এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন মর্মে শুক্রবার (১৪ জুলাই) এমন একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবারটি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
নিখোঁজের ভাই জাইদুল ইসলাম মিঠু জানান, সোমবার রাতে আমাদের গ্রামের বাড়ি থেকে প্রশাসনের পরিচয় দিয়ে আমার ছোটভাইকে নিয়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টায় সাইফুল ইসলামের মোবাইল থেকে বড় ভাই তারিক বিন হকের মোবাইলে কল আসে। সাইফুল শুধু এটুকু বলে আমি স্যারদের সাথে আছি। কোনো অসুবিধা নেই। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
আমরা থানা, র্যাব ও ডিবি অফিসেও খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। জিডি করার পর থানা থেকে তার মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করেছে বরিশাল নগরীর কাশিপুর এলাকায়।
নিখোঁজের স্ত্রী সুরাইয়া আক্তার বলেন, রাত ৯টার দিকে দুইজন লোক এসে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারা বলে একটি ইনফরমেশন জেনে আবার দিয়ে যাব। আজ ৫ দিন হয়ে গেল আমার স্বামীকে কেউ ফিরিয়ে দিয়ে যায়নি। আমরা চরম আতঙ্কে দিন পার করছি।
সৈয়দ মেহেদী হাসান/এমএ