হরিয়ান ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেবর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পবা উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী জেবর আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১৮৮ ভোট, ঘোড়া প্রতীকে আব্দুর রউফ পেয়েছেন ৪২৮ ভোট ও আনারস প্রতীকের মাসুম মোল্লাহ পেয়েছেন ১ হাজার ৯০ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১৬ হাজার ৫৭৭টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪৯টি।
জানা গেছে, সীমানা জটিলতার কারণে দীর্ঘ এক যুগ পর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যালট পেপারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হরিয়ান ইউপির মোট ভোটার ১৯ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫০ জন ও নারী ভোটার ৯ হাজার ৬৭৮ জন।
শাহিনুল আশিক/এমজেইউ