এক দফা শুধু বিএনপির নয়, জনগণের দাবি : জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এক দফা দাবি শুধু বিএনপির নয়, এ দাবি জনগণের। আমাদের সঙ্গে আজ সারাদেশে ৩৪টি দল এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। জনগণ তাদের ভোটের অধিকার ফেরত চায়।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ জেড এম জাহিদ বলেন, বিএনপি একের পর এক তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছে। কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী, পুলিশ কিছু কিছু জায়গায় গণ্ডগোল করেছে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকলের একটি দাবি, শেখ হাসিনার পতন।
তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সরকার স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার জন্য কী ধরনের শক্তি প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলা-বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ওই প্রার্থীকে ধরে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর হাতে। তাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এর আগে বিকেলে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে শাপলা চত্বর বটতলা থেকে পদযাত্রা বের করে রংপুর জেলা ও মহানগর বিএনপি। পদযাত্রাটি নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
পরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদ ভরসা, আমিনুল ইসলাম রাঙ্গা প্রমুখ।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর