সিলেটে মাস্ক না পরায় জরিমানা

সিলেটে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছি। নগরবাসীকে সচেতন ও মাস্ক পরতে বাধ্য করতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।
বুধবার (৩১ মার্চ) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। ঘণ্টাব্যাপী এ অভিযানে মোট ১০টি মামলা করা হয়। এসব মামলায় সাত হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই অভিযান। অনেকেই পকেটে মাস্ক রেখেছেন, কিন্তু পরছেন না। মাস্ক না পরায় আমরা বেশ কয়েকটি মামলা করেছি। পাশাপাশি জরিমানাও আদায় করেছি।
এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেটের ও অন্যজন মৌলভীবাজারের বাসিন্দা। পাশাপাশি নতুন করে আরও ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ জন। মারা গেছেন মোট ২৮৫ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ২৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৫ জন।
তুহিন আহমদ/আরএআর