মেলা বন্ধ, ৪৮ ঘণ্টার মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ

সিলেটে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আন্তর্জাতিক নারী দিবসে শুরু হওয়া মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে মেলার সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।
বুধবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরের শাহী ঈদগাহ খেলার মাঠে আয়োজিত মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন এ আদেশ দেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আয়োজকদের দুইদিনের সময় দেওয়া হয়েছে। যাতে তারা এই সময়ের মধ্যে সকল স্থাপনা সরিয়ে নিতে পারে। বুধবার দুপুর ১২টা থেকে তাদের এই সময়সীমা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদেরকে সকল স্থাপনা সরিয়ে নিতে হবে।
এদিকে দুপুরে শাহী ঈদগাহে গিয়ে দেখা যায়, টিন দিয়ে অস্থায়ীভাবে মেলার প্রবেশদ্বার বন্ধ রাখা হয়েছে। টিনের ওপরে করোনা সংক্রমণের কারণে মেলা সাময়িক স্থগিত করা হয়েছে মর্মে একটি নির্দেশিকা সাঁটানো হয়েছে।
মেলার আয়োজকরা জানান, মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাতে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক রাত ২টার দিকে টিন দিয়ে মেলার প্রবেশদ্বার বন্ধ করা হয়।
এর আগে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সিলেট নগরের শাহী ঈদগাহ খেলার মাঠে নারী উদ্যোক্তাদের এই মেলা শুরু হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ১৫ দিনের মধ্যে মেলা শেষ করার আহ্বান জানিয়েছিলেন।
তুহিন আহমদ/আরএআর