মায়ের ওড়না চুরির অপবাদে স্ত্রীর চুল কেটে দিল স্বামী!

কোরবানি ঈদের আগের দিন হারিয়ে যায় শ্বাশুড়ির একটি ওড়না। আর সেটি চুরির অপবাদ দেওয়া হয় পুত্রবধূকে। এরই জের ধরে পুত্রবধূর হাত-পা বেঁধে মারধরের পর কেটে দেওয়া হয় তার মাথার চুল।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল শালগ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেটে দেওয়ার অভিযোগে শনিবার নির্যাতনের শিকার নারীর স্বামী জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মুমিন হোসেনের ছেলে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, সাত বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। গত কোরবানি ঈদের আগের দিন শ্বাশুড়ি জাহেদার ওড়না হারিয়ে যায় বলে তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ সন্দেহ করেন। ওই রেশ ধরে শুক্রবার (২১ জুলাই) রাত ৮টার দিকে চুরির অপবাদ দিয়ে গৃহবধূর হাত-পা বেঁধে তারা মারধর করে। এক পর্যায়ে মাথার চুল কেটে দেওয়া হয়। গৃহবধূর কান্নাকাটি শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ওড়না চুরির অপবাদ দিয়ে স্বামীসহ পরিবারের লোকজন মিলে ওই গৃহবধূর মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে শনিবার দুপুরে গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আগামীকাল (রোববার) জাহাঙ্গীরকে আদালতে পাঠানো হবে।
চম্পক কুমার/এমএএস