আওয়ামী লীগের আমলেই কেবল দৃশ্যমান উন্নয়ন হয় : হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, দৃশ্যমান উন্নয়ন কেবল আওয়ামী লীগের আমলেই হয়। কারণ আওয়ামী লীগ কাজে বিশ্বাসী। উন্নয়নের কারণেই দেশের মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। কোনো অপশক্তি ষড়যন্ত্র করে এই দলের ক্ষতি করতে পারবে না। আওয়ামী লীগ উন্নয়নের মধ্য দিয়ে এ দেশের জনগণের মণিকোঠায় স্থান নিয়েছে।
নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ জন্টু, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে হুইপ মাহাবুব আরা বেগম গিনি সদর উপজেলার কুপতলা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোমরনই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রিপন আকন্দ/এমজেইউ