আওয়ামী লীগের জন্যই গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগের জন্যই গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যদি জনগণের ভোটে গ্রহণযোগ্য সরকার গঠিত না হয়, তাহলে দেশ বিক্রি হয়ে যাবে। নির্বাচন ব্যতীত কোনো সরকার গঠিত হলে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। সেটা তত্ত্বাবধায়ক হোক কিংবা নিরপেক্ষ বা জাতীয় সরকারের অধীনেই হোক। ভোট হতে হবে অবাধ ও সুষ্ঠু।
এ সময় সরকারের কঠোর সমালোচনা করে ফয়জুল করিম বলেন, দেশের মানুষ এখন ঋণে জর্জরিত। অথচ আমলারা দামি বিদেশি গাড়ি কেনার আবদার করছে। বর্তমানে সম্মানিত ব্যক্তিদের অপমান করা হচ্ছে। সামাজে ন্যায়বিচার নেই। সময় এসেছে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার।
ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ আলী হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ড. এইচএম মোনতাজুল করিম প্রমুখ।
আব্দুল্লাহ আল মামুন/এমজেইউ