সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবে ‘ক্যারাভ্যান’

নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে সরকারের অগ্রযাত্রার ১৫ বছর ও উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করবে ভ্রাম্যমাণ ‘ক্যারাভ্যান’।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ মাঠে এ প্রচারণার উদ্বোধন করেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে সরকারের ৫০টি উন্নয়ন কাজের চিত্র ডিজিটাল প্রচারণার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রচারণা চলবে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। গত ২২ বছর ধরে আমি দলের সঙ্গে আছি। দলের নেতাকর্মীদের ভালো-মন্দ খোঁজ নেওয়ার পাশাপাশি নোয়াখালী-১ আসনে দল এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। মানুষের আগ্রহের কথা মাথায় রেখে দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে দল থেকে মনোনয়ন চাইব।
জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, চাটখিল সরকারি কলেজের সাবেক ভিপি ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ভিপি আবদুল আউয়াল, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমজেইউ