নওগাঁয় হাসপাতাল ও ক্লিনিকে ভোক্তার অভিযান, জরিমানা ৭০ হাজার

নওগাঁয় প্যাথলজি টেস্টের কিট যথাযথভাবে সংরক্ষণ না করা ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় দুটি হাসপাতাল ও ক্লিনিককে ৭০ হাজার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
রুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে শহরের বেশ কয়েকটি হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে সেখানকার প্যাথলজি বিভাগের মান দেখা হচ্ছিল। এ সময় দয়ালের মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও পঞ্চ ভাই ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গেলে তাদের প্যাথলজি টেস্টের কিট/রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়নি। এসব কিটের গুনগত মান সঠিক ছিল না। পাশাপাশি তাদের লাইসেন্স নবায়ন ছিল না। এজন্য ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং পঞ্চ ভাই ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজা পারভীনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
আরমান হোসেন রুমন/এসকেডি