দিনাজপুর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
চলতি বছরে দিনাজপুর বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। যা আগের বছর ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। গত বছর পেয়েছিল ২৫ হাজার ৫৮। এবছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
দিনাজপুর বোর্ডের তথ্য মতে, ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছরে ৮০ দশমিক ২২ ভাগ ছাত্রী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৮২ জন। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন। দিনাজপুর বোর্ডে এবছর শতভাগ পাসকরা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি।
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করেনি।
ইমরান আলী সোহাগ/এএএ