সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টার দিকে কৃষি কাজ করার সময় একটি বিষধর সাপ আব্দুর রাজ্জাকের ডান পায়ে কামড় দেয়। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের এক কবিরাজের (ওঝার) বাড়িতে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক শেষে অবস্থার অবনতি হলে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক মারা যান।
আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধানক্ষেতে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় তার ডান পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে অন্যান্য কৃষকদের সহযোগিতায় বাড়ি আসেন তিনি। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নেওয়া হয় মুন্সিগঞ্জ গ্রামের এক কবিবারের বাড়িতে। তবে তার নাম বলতে পারেননি পরিবারের সদস্যরা। সেখানে ঘণ্টাখানেক ঝাড়ফুঁক শেষে আব্দুর রাজ্জাকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ ঢাকা পোস্টকে বলেন, পরিবারের দাবি অনুযায়ী এবং রোগীকে দেখে মনে হয়েছে সাপের কামড়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কিছুক্ষণ পর রোগী মারা যান।
আফজালুল হক/আরএআর