রাজবাড়ীতে পাসের হারে শীর্ষে কারিগরি বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজবাড়ীতে পাসের হারের দিক দিয়ে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা। তৃতীয় স্থানে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।
আর জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। দ্বিতীয় রয়েছে কারিগরি ও তৃতীয় স্থানে রয়েছে মাদরাসা বোর্ড।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি, কারিগরি ও মাদরাসা বোর্ড থেকে রাজবাড়ীর ৫টি উপজেলাতে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ২০ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৮১৬ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ২০৪ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।
পাসের দিক দিয়ে কারিগরি বোর্ড শীর্ষে রয়েছে। জেলায় কারিগরি পাসের হার ৮০ দশমিক ২৭ শতাংশ। ৬৭ দশমিক ১২ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদরাসা বোর্ড এবং ৬৫ দশমিক ৯২ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।
জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫০৩ জন। কৃতকার্য হয়েছে ৮ হাজার ২৪২ জন। অকৃতকার্য হয়েছে ৪ হাজার ২৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৯২ শতাংশ।
মাদরাসা বোর্ড থেকে জেলায় মোট পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮৯৫ জন। কৃতকার্য হয়েছে ১ হাজার ২৭২ জন। অকৃতকার্য হয়েছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। পাসের হার ৬৭ দশমিক ১২ শতাংশ।
কারিগরি বোর্ড হতে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৬২২ জন। কৃতকার্য হয়েছে ১ হাজার ৩০২ জন। অকৃতকার্য হয়েছে ৩২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০৭ জন। পাসের হার ৮০ দশমিক ২৭ শতাংশ।
রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান,জেলায় পাসের হারের দিকে এগিয়ে রয়েছে কারিগরি বোর্ড। তাদের পাসের হার ৮০ দশমিক ২৭ শতাংশ।
মীর সামসুজ্জামান/আরকে