এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় নৈশ্যপ্রহরীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় ছাড়ে মাতব্বর (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি একটি মাছের আড়তে নৈশ্যপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি মহল্লার ব্র্যাক অফিস সংলগ্ন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ছাড়ে মাতব্বর ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার বাসিন্দা মৃত হাতেম মাতব্বরের ছেলে।
ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে ট্রাকটি ছাড়ে মাতব্বরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এর ফলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।
জহির হোসেন/এসকেডি