ব্রিজ উদ্বোধনে গিয়ে মাদরাসায় ক্লাস নিলেন এমপি ইব্রাহিম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্রিজ উদ্বোধন করতে গিয়ে জয়াগ রশিদিয়া আলিম মাদরাসা ক্লাস নিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
শনিবার (২৯ জুলাই) দুপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বঙ্গবন্ধু, অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ভালো মানুষ হতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে। তোমাদের পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বই পড়তে হবে। সব সময় বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়া দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজ না থাকায় মাদরাসায় যেতে অসুবিধায় পড়তো হতো জয়াগ রশিদিয়া আলিম মাদরাসার শিক্ষার্থীদের। সাঁকো দিয়ে পার হতে গিয়ে ঘটতো ব্রিজ দুর্ঘটনা। শনিবার (২৯ জুলাই) দুপুরে ৭৯ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধন করেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এছাড়াও ৬৫ লাখ ৯৮ হাজার টাকায় নির্মিত আমকি মহিলা আলিম মাদরাসা ব্রিজ ও ৬৭ লাখ টাকা ব্যয়ে আমকি মিয়া বাড়ি সংলগ্ন ব্রিজ উদ্বোধন করেন তিনি। জয়াগ রশিদিয়া আলিম মাদরাসা ব্রিজ উদ্বোধনে গিয়ে এমপি ইব্রাহিমের পাঠদানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রেরণা জুগিয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, আমাদের ক্লাস এমপি ইব্রাহিম স্যার নিয়েছেন তাতে আমরা মহাখুশি। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ অনেকগুলো বই পড়তে বলেছেন। আজকের সামান্য সময়টুকু আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই স্মৃতি সারাজীবন মনে থাকবে।

নুসরাত জাহান নামের আরেক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমাদের একটি ব্রিজের অভাবে অনেক কষ্ট পোহাতে হয়েছে। আমরা সবাই এমপি স্যার ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এমপি স্যার আমাদের ব্রিজ উদ্বোধন করতে এসে ক্লাস নিয়েছেন এটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এ বিষয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, আমি তিনটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ আজ উদ্বোধন করেছি। যা বিশাল দুইটি মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থীর উপকারে এসেছে। পাশাপাশি এলাকার মানুষের উপকারে এসেছে। ব্রিজ উদ্বোধন শেষে মাদরাসায় ঢুকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে গিয়েছি। তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা রয়েছে।
এসময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এএএ