নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, বাবা-ছেলে আটক

নোয়াখালীর সেনবাগে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের খালপাড় এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।
পরে সোমবার দুপুরে এ ঘটনায় জড়িত বাবা-ছেলেকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন- সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের খালপাড় এলাকার মো. মমিনুল হক প্রকাশ লিটন (৪০) ও তার ছেলে এবায়দুল হক প্রকাশ আকাশ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৯টার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবদুল কাদের ও মমিনুল হক লিটনের ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লিটনের লোকজনের হামলায় বৃদ্ধ আবদুল কাদের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লিটন ও তার ছেলে আকাশকে আটক করে থানায় নিয়ে আসে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঢাকা পোস্টকে বলেন, আবদুল কাদের ও মমিনুল হক সম্পর্কে মামা-ভাগনে। জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। আজ মারামারির একপর্যায়ে মামা আবদুল কাদেরকে ধাক্কা দিলে তিনি রডের আঘাতে মারাত্মক জখম হন। পরবর্তীতে তিনি মারা যান।
এ বিষয়ে সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
হাসিব আল আমিন/এমজেইউ