এই সরকারের পতনের বিকল্প নেই : ফয়জুল করীম

জনতার অধিকার ফিরিয়ে আনতে এই সরকারের পতনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে রাজবাড়ী শহরের শহীদ স্মৃতি চত্বরে ইসলামী যুব আন্দোলনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের বেসামাল ঊর্ধ্বগতি, বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহ অবনতি, ডলার সংকট এবং বেকারত্বের অভিশাপ সৃষ্টি হয়েছে। এর দায় বিনা ভোটের আওয়ামী লীগ সরকারের। এই সরকারের পতনের বিকল্প নেই। বাংলাদেশের জাতিসত্তা রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।
ইসলামী যুব আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও বেলাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারি আবু ইউসুফ সাহেব, ইসলামী আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ নূর মুহাম্মদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ।
মীর সামসুজ্জামান/আরএআর