বাড়ি ফেরা হলো না দিনমজুর আনজু মিয়ার

ফেনীতে ট্রেনে কাটা পড়ে আনজু মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনজু মিয়া নেত্রকোনা জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নকুয়া কুশল গ্রামের বাসিন্দা।
নিহতের সফরসঙ্গী প্রতিবেশী কামাল মিয়া ঢাকা পোস্টকে বলেন, ২০ দিন আগে আমরা তিনজন কাজের জন্য ফেনীতে এসেছিলাম। আজ কর্ণফুলী ট্রেনে করে বাড়ির উদ্দেশে ফিরে যেতে আমরা রেলওয়ে প্লাটফর্মে যাই। এসময় আনজু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য অপর পাশে পার হতে গিয়ে একটি মালবাহী ট্রেনে কাটা পড়েন। তার ২ মাসের শিশুসহ ৩ সন্তান এবং পরিবার বাড়ি যাওয়ার খবর পেয়ে অপেক্ষায় বসে ছিল। কিন্তু এভাবে আনজুর ফেরার খবরে সবকিছু শেষ হয়ে গেল। আমার আর কিছু বলার শক্তি নেই।
আরেক সঙ্গী হাবিবুল ইসলাম বলেন, আমরা কৃষিকাজ করতে ফেনীতে আসি। এতদিনের রোজগারের টাকা-পয়সা নিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় এ ঘটনায় একটি পরিবার শেষ হয়ে গেল। এ খবরে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফেনী রেলওয়ে স্টেশনে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, স্টেশনে রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
তারেক চৌধুরী/এফকে