ছোলা খেতে দিলেন মা, গলায় আটকে মারা গেল দুই বছরের শিশু

রংপুরের পীরগাছায় গলায় ছোলা আটকে আহসান হাবিব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহসান হাবিব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আহসান হাবিবের মা এক ফেরিওয়ালার কাছ থেকে ছোলা কিনে খাচ্ছিলেন। এ সময় শিশুটিরও হাতে কিছু ছোলা দেন। ওই ছোলা খাওয়ার সময় হাবিবের গলায় আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গলায় ছোলা আটকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএম