ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুব মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৮ দিনে এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট সাতজনের মৃত্যু হলো।
মাহাবুব মিয়া মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের সহিদুল্লাহ মিয়ার ছেলে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মাহাবুব ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২০ জন ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জন আক্রান্তের মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ এবং চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

গত জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে ১ হাজার ৬৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ দিনে যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। এর মধ্যে রাজবাড়ীর ৩, ফরিদপুরের ২ এবং মাগুরা ও মাদারীপুরের একজন।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ লক্ষ্যে বুধবার (৯ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা আহ্বান করা হয়েছে। সকলের সচেতনতা ও আন্তরিকতা ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। সভায় সকলের মতামত নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
জহির হোসেন/এমজেইউ