৩৮ ঘণ্টা পর নওগাঁয় বাস চলাচল শুরু

নওগাঁয় টানা ৩৮ ঘণ্টা পর বাস ধর্মঘট সাময়িক প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত ৮টা থেকে জেলার অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক হতে শুরু করে বাস চলাচল।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ৬টা থেকে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিলো পরিবহন শ্রমিকরা।
আরও পড়ুন- নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম বলেন, ধর্মঘটের শুরু থেকেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছিল। সর্বশেষ আজ বুধবার (০৯ আগস্ট) বিকেলে তাদের সঙ্গে আবারো বৈঠক হলে জেলা প্রশাসক কারাবন্দি চালক ইমরানের জামিনের বিষয়ে আশ্বস্ত করেছেন। পরে সাধারণ শ্রমিকদের সঙ্গে বৈঠকে সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, আগামী রোববার ইমরানের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিনের ফলাফল দেখার অপেক্ষায় আছে সকল পরিবহন শ্রমিক। বাস চালুর সিদ্ধান্ত দেরিতে নেওয়ায় এখনো সকল রুটে বাস চলাচল শুরু হয়নি। রাতের মধ্যেই সকল পরিবহন শ্রমিকদের কাছে এই সংবাদ পৌঁছে যাবে। আগামীকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে পূর্বের মতো আবারো বাস চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন- বাসচালকের মুক্তির দাবিতে নওগাঁয় পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

এদিকে ওই বাস চালককে জামিন দিতে আশ্বস্ত করার বিষয়টি অস্বীকার করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। ঢাকা পোস্টকে তিনি বলেন, কারাবন্দি ওই চালককে জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ বিচারকের হাতে। আদালতে বিচারাধীন মামলায় কাউকে জামিন দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। জনভোগান্তি দূর করতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের প্রতিনিয়ত অনুরোধ করা হচ্ছিলো। সেই অনুরোধের প্রেক্ষিতে তারা বাস চলাচল স্বাভাবিক করেছে।
আরমান হোসেন রুমন/এমজে