বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে জুনি চাকমা (৭) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ খীরাচর গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত জুনি চাকমা খীরাচর গ্রামের চিকন্যা চাকমার মেয়ে।
এদিকে সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় কাওলা ত্রিপুরা (৪০) নামের একজন এবং বঙ্গলতলী ইউনিয়নে রাহুল বড়ুয়া (১০) ও বাঘাইছড়ি পৌরসভা এলাকার ৪নং ওর্য়াডে জুয়েল (৭) নামের আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে মৃতের সংখ্যা ৪জনে দাঁড়িয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, বন্যার পানিতে একসঙ্গে এতো মৃত্যু খুবই বেদনার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বন্যার সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
মিশু মল্লিক/এমএএস