ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খড়মপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৫০, অপরজনের বয়স ২৩।
আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, আজ বৃহস্পতিবার থেকে খড়মপুর কেল্লা শহীদের মাজারের ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। রাতে অসংখ্য মানুষ রেললাইন দিয়ে খড়মপুরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমজেইউ