পুড়ে ছাই ৫ পরিবারের স্বপ্ন

পাবনার ঈশ্বরদীর অরণকোলা এলাকায় আগুনে পুড়ে আসবাবপত্রসহ পাঁচটি হতদরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের অরণকোলা গরুর হাট-সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই এলাকায় দিনমজুর রনি, জনি, সুজনসহ কয়েকটি পরিবার বসবাস করে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন পাঁচটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয় লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হতদরিদ্র ও ক্ষতিগ্রস্ত রিকশাচালক জনি হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা কয়েকজন হতদরিদ্র এখানে বসবাস করতাম। কেউ রিকশা চালায়, কেউ ধানের খোলায় কাজ করে। অনেক কষ্টে জীবনযাপন করি। আগুনে সবার ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকু এখন আর আমাদের নেই। আমাদেরকে এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে থাকতে হবে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মকলেছুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক লাখ টাকার আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম ঢাকা পোস্টকে বলেন, শুনেছি হতদরিদ্র পাঁচটি পরিবারের বসতবাড়িসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমি ঈশ্বরদী পৌরসভার মাধ্যমে পরিবারগুলোকে সহযোগিতার চেষ্টা করবো।
রাকিব হাসনাত/এমজেইউ