ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূর বসতভিটা উচ্ছেদের অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর (৩০) বসতভিটা উচ্ছেদের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এই উচ্ছেদের ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. এনায়েত হোসেন (৩৮) সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
ভুক্তভোগী গৃহবধূ ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী মারা গেছে প্রায় এক বছর আগে। তাই এখন মায়ের সঙ্গে বসবাস করছি। এর মধ্যে স্থানীয় এনায়েত মেম্বার আমাকে কুপ্রস্তাব দেন। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি ইউসুফ ও ইব্রাহিমসহ আমাদের বসতঘর উচ্ছেদ করেন। জমি নিয়ে ইউসুফ ও ইব্রাহিমদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ চলছে। আমি এ অন্যায়ের বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য এনায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, গৃহবধূ আমার বড় বোনের বয়সি। আমি তাকে কোনো কুপ্রস্তাব দেইনি। তার বসতবাড়ি উচ্ছেদের সঙ্গেও আমি জড়িত না। ইউসুফ ও ইব্রাহিমদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছে। তিনি আমার উপর মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে ইউসুফ ও ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, আমরা ৩ বছর আগে মহিলার বসতভিটার জমি কিনেছি। আমাদের কাছে জমির দলিলও আছে। তাকে থাকতে দিয়েছিলাম বলেই এখন আমাদের জায়গা দখল করে আছে। চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান সব কিছু জানেন। তিনি আমাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আজকে এ বিষয়ে থানায় বৈঠক ছিল। কিন্তু এরমধ্যে কারা তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি উচ্ছেদ করেছে তা আমাদের জানা নেই।
চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. মো. আবুল বাসার ঢাকা পোস্টকে বলেন, জমির মালিক ইউসুফ ও ইব্রাহিম। তারা ৩ বছর আগে ৭ লাখ টাকা দিয়ে জমিটি কিনেছে। আমরা গৃহবধূকে অনেকবার বলেছি। তিনি না মানায় আইনের আশ্রয় নিতে বলেছি।
এ বিষয়ে চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ ঢাকা পোস্টকে বলেন, মহিলা যখন থানায় এসেছে তখন আমি ছিলাম না। তবে উচ্ছেদের খবরে ঘটনাস্থলে পুলিশ গেছে। ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/এএএ