টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাইয়ের ঘটনায় মামলা

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ট্রেনের স্টুয়ার্ড গোপাল।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার নামে একটি ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানার সমন্বয়ে টঙ্গী রেলস্টেশন এলাকার আশপাশে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকু, চাপাতি ও ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। পরে কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড দুপুরে বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা করেন। মামলায় আটককৃত ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
>>>টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাই
আটককৃতরা হলেন- মেহেদী হাসান জয় (২৬), মো. রনি (৩৫), মো. নুর আলমের ছেলে রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুদ (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮) ও মো. আশিক (২২)।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হন। ট্রেনের যাত্রীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গী রেলস্টেশনের আশপাশে অভিযান চালায়। এ সময় ৯ জনকে আটক করা হয়।
>>> টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাইয়ের ঘটনায় আটক ৯
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ছিনতাইয়ের ঘটনায় রাতভর টঙ্গীর কেরানিরটেক বস্তি, তিস্তার গেট, ব্যাংকের মাঠ বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে রেলওয়ে পুলিশ। আটকদের ঢাকার কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে পাথরের আঘাতে বেশ কয়েকজন আহতও হন। এ সময় ট্রেনের এক স্টুয়ার্ডকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে বেশ কয়েকজন আহতও হন।
শিহাব খান/আরএআর