গণপূর্তের প্রকৌশলীকে মারধর, ঠিকাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হককে মারধরের ঘটনায় ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে হামলার শিকার উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক নিজেই বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। মামলায় গণপূর্ত বিভাগের ঠিকাদার মারুফ হোসেন জিয়া, তার সহযোগী প্রিতাস ও আজাদকে আসামি করা হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, মারুফ হোসেন জিয়া গণপূর্ত বিভাগে ঠিকাদারি করেন। কিছু উন্নয়ন কাজের স্টিমিট করে ঠিকাদাররা ঢাকায় তদবির করে অনুমোদন করিয়ে আনেন। তাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর্স হোস্টেলের ৩০ লাখ টাকার কাজের একটি স্টিমিট ইতোপূর্বে মারুফ হোসেন জিয়া নিয়েছেন। কিন্তু তিনি সেই স্টিমিটটি হারিয়ে ফেলে নতুন করে আবার স্টিমিট দাবি করতে থাকেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের গণপূর্ত উপবিভাগীয় কার্যালয় এসেই স্টিমিট নেওয়ার জন্য সরকারি কাগজপত্র তল্লাশির পাশাপাশি আমাকে ও আমার স্টাফদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। প্রতিবাদ করতেই মারুফ হোসেন জিয়া ও তার অপর দুই সহযোগী সকলের সামনেই আমাকে মারধর করে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে আমরা অফিসিয়ালি আলোচনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই ঘটনায় মামলা করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস