সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনিয়া খাতুন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালী গ্রামের প্রবাসী হাসান হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ান্ত কুমার সরকার জানান, গত ১০ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় সোনিয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তিনি মারা যান।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ২৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাছাড়া দুইজন মৃত্যুবরণ করেছেন এবং ২০ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। বর্তমানে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সোহাগ হোসেন/এমজেইউ