২১ বছর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দেওয়া হয়নি : খাদ্যমন্ত্রী

দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দেওয়া হয়নি। ওই সময় শিশু-কিশোরদের ভুল ইতিহাস শেখানো হয়েছে। তাই নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, যুব চেক বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা হারিয়েছি দেশের শ্রেষ্ঠ সম্পদ বঙ্গবন্ধুকে। শোষকের হাত থেকে দেশমাতৃকার মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে শুধু আলোচনার টেবিলে আবদ্ধ রাখলে চলবে না। তার আদর্শকে কর্মে পরিণত করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সংবিধান কেটে-ছিঁড়ে ইনডেমনিটি আদেশ জারি করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করা হয়েছিল। এ কাজ যারা করেছিল বাঙালি জাতি তাদের ঘৃণা করে। খুনিদের কাউকে এমপি, কাউকে মন্ত্রী, কাউকে আবার বিদেশের রাষ্ট্রদূত করে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান।
আরমান হোসেন রুমন/এমজেইউ