৫৫০ গ্রাম হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় শামসুল হক (৪১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শামসুল হক সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ার মো. ফজর আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর শামসুল হকের বাড়ির সামনে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ৫৫০ গ্রাম হেরোইনসহ আটক হন শামসুল। এ ঘটনায় ওইদিনই সদর থানায় মামলা করেন র্যাবের নায়েব সুবেদার মো. আবু তালেব। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি শামসুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ