নিয়ন্ত্রণ হারালেন রিকশাচালক, টমটমচাপায় দুজন নিহত

বরগুনায় পণ্যবাহী টমটমের চাপায় উজ্জ্বল (২৬) ও চয়ন (১৬) নামের দুজন নিহত হয়েছেন। শনিবার (৩ এপিল) দুপুর ১২টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীচন্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল ও চয়নকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
এরপর তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত উজ্জ্বল ও চয়ন উভয়ই বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী এলাকার বাসিন্দা। তাদের মধ্যে উজ্জ্বল চায়ের দোকানদার এবং চয়ন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, চয়ন ও উজ্জ্বল একটি ব্যাটারিচালিত রিকশাযোগে বরগুনা পৌর শহরে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাদের বহন করা রিকশার দিকে ইট ছুড়ে মারেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এতে চালক রিকশার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী চমটমের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত চয়ন ও উজ্জ্বলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় টমটমটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এনএ