খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৩

খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পর সোমবার (২১ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- নগরীর বয়রা ফারুকীয়া মসজিদ রোড এলাকার আনিছা সিদ্দিকা (৪৫), সাতক্ষীরার শ্যামনগর এলাকার রকিবুল ইসলাম (২৪) ও আশাশুনি এলাকার তামিম ইকবাল (১৯)।
পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ‘গোপন বৈঠক’ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার, লিফলেট এবং অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, পাসপোর্ট এবং চারটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
এদিকে গ্রেপ্তার আনিছা সিদ্দিকার যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে তানজিলুর রহমান ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেছেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় সুখরঞ্জন বালির উপস্থিতি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি নানা জায়গা থেকে শেয়ার হয়। এর জের ধরে স্থানীয় যুবলীগ নেতারা তার নানাবাড়িতে গিয়ে তাণ্ডব চালিয়েছেন। এ সময় তার মা প্রতিবাদ করলে তাকে (আনিছা সিদ্দিকা) থানায় আটকে রেখে, পরে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নগরীর ৫/১ হাজী ফয়েজ উদ্দীন সড়কে জামায়াতের কিছু নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়। সেখানে নাশকতার পরিকল্পনা করা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করি। তার মধ্যে আনিছা সিদ্দিকাও আছেন। পলাতক হিসেবে আরও কয়েকজনের নাম পেয়েছি। এছাড়া অজ্ঞাত কয়েকজন রয়েছেন। এ বিষয়ে খালিশপুর থানায় এই তিনজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, আনিছা সিদ্দিকার ছেলে ফেসবুকে কখন কী পোস্ট দিয়েছেন, এ সম্পর্কে আমাদের একদমই জানা ছিল না। ওটার সঙ্গে আমাদের অভিযানের কোনো সম্পর্ক নেই। গতকাল প্রকাশ্য দিবালোকে দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত শত শত মানুষের সামনে অভিযান চালানো হয়েছে।
মোহাম্মদ মিলন/আরএআর