কটিয়াদীতে সড়কে ঝরল দুই প্রাণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই ঘণ্টার ব্যবধানে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার চারিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিশা রাণী পাল (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এর পর রাত ৮টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একই সড়কের উপজেলার মধ্যপাড়া এলাকায় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় মামুন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের গোপিনাথ জিউর আশ্রম থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নিশা রাণী পাল। চারিপাড়া এলাকায় অটোরিকশাটি পৌঁছালে তিনি নামতে যান। এ সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিশা রাণী পাল উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত অমূল্য পালের স্ত্রী।
অপরদিকে নিহত মামুনের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল মামুন। সে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এসে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মামুন। আহত অবস্থায় তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মামুন উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউনুছ মিয়া পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/আরএআর